৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোসহ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে লাইনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করছেন তারা।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশনবাজার লাইনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বলছেন, অবিলম্বে পরীক্ষা পেছানোর দাবি মানতে হবে। দাবি মানা না হলে আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আগের পরীক্ষাগুলোতে একটি যৌক্তিক সময় ছিল। এখন অযৌক্তিকভাবে পরীক্ষার সময় নির্ধারণ করে বৈষম্য করা হচ্ছে। সেদিন যৌক্তিক দাবিতে আন্দোলন করলে পুলিশ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে দাবি মানার আহ্বান জানাই।
এদিকে রেললাইন অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনযাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ফলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে আটকে আছে। অবরোধের কারণে ট্রেনটি ছাড়া সম্ভব হচ্ছে না।
বিডি প্রতিদিন/কেএইচটি