কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে এ সহযোগিতা পৌঁছে দেন দৌলতপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
তিনি উপজেলা বিএনপি ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় শরিফ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাথমিকভাবে কিছু নগদ অর্থ দেওয়া হলো। তারেক রহমানের পক্ষ থেকে তাদের পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মেহেরজানের বসতবাড়ি পুড়ে হয়।
বিডি-প্রতিদিন/এমই