দাঁড়িপাল্লায় ভোট চেয়ে পরিবর্তনের পথে অগ্রযাত্রা স্লোগানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের ইটেরপুল এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু হয়।
এসময় পথসভায় রেজাউল করিম দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এলাকার উন্নয়নে নানা রকম ভাবনা তুলে ধরেন। তিনি নির্বাচনে বিজয়ী হলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতিও দেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া