ঢাকা-৬ আসনে ঘোড়ার গাড়ির র্যালি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার সুরিটোলা স্কুল থেকে ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ড. আব্দুল মান্নান বলেন, আমরা পুরান ঢাকার ঐতিহ্যকে ধারন করেই পুরান ঢাকার উন্নতি করতে চাই। আমাদের শ্লোগান হলো “আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা।
এ-সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমিন, মীর বাহার আমিরুল ইসলাম, মাওলানা নেসার উদ্দিন, ঢাকা-৬ আসনের অন্তর্গত সকল থানা আমীর ও সেক্রেটারি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আশিক