কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মুহাম্মদ শাহেদ বলেছেন, ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট হাসিনার রায়ের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। গত ১৬ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শেষে ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
আজ নগরীর নাসিরাবাদ গার্লস স্কুল গেইটে যুবদলের উদ্যোগে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে উঠান বৈঠকে তিনি একথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি সাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল, নুর ইসলাম লেদু, নগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম বাবু, গাজী সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রফিক, মুহাম্মদ কামাল, ইব্রাহিম খান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল