লক্ষ্মীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, জনগণই হচ্ছে এ দেশের মূল শক্তি। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদরের চররুহিতা বটতলী এলাকায় নির্বাচনী গণসংযোগে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত দিনে কোন ভোট হয়নি, তাদের (আওয়ামী লীগের) কোন দায়বদ্ধতা ছিল না, আমাদের আছে। আমরা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করি, বিগত দিনেও জনগণের ভোটে নির্বাচিত ছিলাম আগামীতেও জনগণকে নিয়ে
পাশে থাকতে চাই।’
নির্বাচনী গণসংযোগে ৩১ দফার আলোকে সামাজিক সুরক্ষা ও আধুনিক প্রযুক্তিগত বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির এ নেতা।
এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া