দিনাজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে প্রতিদিন তার নির্বাচনী এলাকা বীরগঞ্জ ও কাহারোল এই দুই উপজেলায় দিনরাত সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিএনপি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিমিয়সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
বিএনপি নেতা মনজুরুল ইসলাম বলেন, আমার প্রধান কাজ হবে দুর্নীতিমুক্ত বীরগঞ্জ ও কাহারোল গড়ে তোলা। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, কারিগরি শিক্ষার দিকে মনোনিবেশ। স্বাস্থ্য বিশেষ করে শিশু ও নারীদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ। মাদক ও জুয়ামুক্ত বীরগঞ্জ ও কাহারোল গড়ে তোলা।
গত শুক্রবার, শনিবার, রোববার ও বুধবার পর্যন্ত দুই উপজেলার কবিরাজ হাট, মাহানপুর, বীরগঞ্জ পৌরবাজার, বটতলী হাট, ঝাড়বাড়ি হাট, কল্যাণী হাট ও কাহারোল সুন্দরপুর কাচারী বাজার, দশমাইল মোড় কান্তনগর মোড় উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারগুলোতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করতে দেখা গেছে তাকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য মো. আবুল হোসেন রাজা, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহাজান সিরাজ শিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলী, উপজেল যুবদলের আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম সাদেকসহ বিএনপির দুই উপজেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি