ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে যুবলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- পৌরশহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য শাহাব উদ্দিন (৪০) এবং আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূইয়া (৫৫)।
পুলিশ জানায়, সোমবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘আটক দুজনই যুবলীগ ও শ্রমিকলীগের সক্রিয় সদস্য। বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/জামশেদ