খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় কমিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-সংসদীয় আসনে বিএনপির একাদশ জাতীয় নির্বাচন প্রার্থী ওয়াদুদ ভুইয়া। তিনি বলেন, “বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি দল। তিনি নিজ হাতে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন।”
ওয়াদুদ ভুইয়া আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারকে হটাতে আন্দোলন-সংগ্রামে বিএনপি দীর্ঘদিন লড়াই করেছে। গত ১৭ বছর কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। এখন একটি দল আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতির ধোঁয়া তুলে ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু আমরা তা হতে দেব না।”
তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউচুপ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাওলানা কাজী সলিম উল্লাহ, মাওলানা আকতারুজ্জামান ফারুকী ও হাফেজ ওমর ফারুক।
সভায় বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে আগত ইমাম, ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল