বাগেরহাট সরকারি পি সি কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই প্রশিক্ষনে জরুরি মুহূর্তে আগুন লাগলে কিভাবে নিজেকে এবং অন্যদের রক্ষা করা হবে হাতে কলমে শেখানো হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি পি সি কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসির শতাধিক সদস্য অংশ গ্রহন করেন।
বিডি প্রতিদিন/নাজমুল