সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্থাপনা নির্মাণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা পাবে এবং তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার ঢাকার বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সরকারের বরাদ্দকৃত ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছেলে-মেয়েরা এখানে আসতে পারবে এবং এখান থেকে তারা সম্ভাব্য সব রকম সহযোগিতা পাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্টের করালগ্রাস থেকে দেশকে রক্ষায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
উপদেষ্টা আরও বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে ত্যাগ স্বীকার করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে এবং নির্বাচনে যারা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, তাদের কাছে অনুরোধ থাকবে-তারা যেন জুলাই যোদ্ধাদের লক্ষ্য সফল করতে তাদের পাশে দাঁড়ান।
তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জমিতে জুলাই ফাউন্ডেশনের ভবন নির্মিত হবে এবং আজ থেকেই জুলাই ফাউন্ডেশন স্থিতি ও স্থায়িত্ব পাবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়েছে, সেই লক্ষ্য অনুযায়ী কাজগুলো আরো সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এমআই