সৌদি আরবের মদিনা শহরের উপকণ্ঠে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ জন ভারতীয় উমরাহ পালনকারীর। নিহতদের মধ্যে হায়দ্রাবাদের একই পরিবারের ১৮ সদস্য; যার মধ্যে ৯ জন শিশু। তিন প্রজন্মের এই পরিবারটি উমরাহ শেষে মদিনা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
পরিবারের সদস্য মোহাম্মদ আসিফ জানান, তার শ্যালিকা, ভগ্নিপতি, তাদের সন্তানরা ও অন্যান্য আত্মীয়রা আট দিন আগে উমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। শনিবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু মধ্যরাতে মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের যাত্রীবাহী বাসটির একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে হয়। ঘুমিয়ে থাকা অধিকাংশ যাত্রী দ্রুত বের হতে পারেনি, বাসটি আগুনে পুড়ে যায়।
নিহতদের মধ্যে রয়েছেন পরিবারের কর্তা নাসিরউদ্দিন (৭০), স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়েরা—আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাঁদের সন্তানরা। খবর পেয়ে হায়দ্রাবাদের রামনগরে নাসিরউদ্দিনের বাসায় শোকের মাতম নেমে আসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, নিহতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রইল এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট ইতিমধ্যেই সহায়তা কার্যক্রম শুরু করেছে বলে তিনি জানান।
তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি ঘটনাটিতে শোক প্রকাশ করে প্রশাসনকে সৌদি কর্তৃপক্ষ ও ভারতীয় কনস্যুলেটের সঙ্গে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল