মাদারীপুরে মশার কয়েল থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল লাউসা বাজারে এ ঘটনা ঘটে। এসময় দুটি কাপড় ও একটি মুদি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সরজমিনে স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার, সমর হালদার ও মুদি দোকানি মনি মোহন মোড়ল। পরে দিবাগত রাত ১২টার দিকে দোকানে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় পার্শ্ববর্তী বাঘিয়ার বিলে মাছ ধরতে থাকা জেলেরা এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার বলেন, একমাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান। এই দোকানের আয় দিয়ে আমাদের পুরো সংসার চলে। আজ তাও পুড়ে ছাই হয়ে গেল। দোকানের ক্যাশে থাকা নগদ ৮৫ হাজার টাকা, একটি সোনার চেইন, একটি আংটি, এক জোড়া কানের দুল, ৩ লাখ টাকার সিট কাপড়, থ্রিপিচ, শাড়ি কাপড়সহ মোট ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকন উজ্জামান বলেন, তিনটি দোকান আগুনে পুড়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। ইতোমধ্যে এই তথ্য জেলায় পাঠানো হয়েছে। পরবর্তীতে সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল