সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশে’ তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে আজহারুল বলেন, নির্বাচনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। “আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান ও বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিড-প্রতিদিন/সুজন