.jpg)
প্রিমিটেক গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. নাজিবুজ্জামান বলেছেন, প্লাস্টিক ও পিভিসি শিল্পে বাংলাদেশ বিপুল সম্ভাবনাময় একটি বাজার। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও উৎপাদন ব্যয় কমাতে সহায়ক নীতি গ্রহণ করলে পাঁচ থেকে ১০ বছরের মধ্যেই বাংলাদেশ ভিয়েতনাম কিংবা মালয়েশিয়ার মতো দেশে পরিণত হতে পারে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উৎপাদন ব্যয়, রপ্তানি সম্ভাবনা, শিল্পোন্নয়ন, তরুণদের ক্যারিয়ার এবং প্রিমিটেক গ্রুপের সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে কথা বলেন। প্রিমিটেক গ্রুপের মূল ফোকাস এখন কোথায় জানতে চাইলে নাজিবুজ্জামান বলেন, প্রিমিটেক গ্রুপের অধীনে বর্তমানে আটটি প্রতিষ্ঠান রয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন এই কারখানায় প্লাস্টিক ও পিভিসি বিল্ডিং মেটেরিয়ালস উৎপাদন করা হবে। এখানে প্লাস্টিক পাইপ, পিভিসি, সিপিভিসি পাইপ, ফিটিংস, ডোর, শিট, সিলিং প্যানেল, ওয়াটার ট্যাংকসহ দুই হাজারের বেশি পণ্য উৎপাদন করা হবে। এ ছাড়াও গৃহস্থালি প্লাস্টিক পণ্য ও প্লাস্টিক ফার্নিচারও রয়েছে এই তালিকায়, বলেন তিনি। এই পণ্যগুলো তৈরি করা হবে উদ্ভাবন, আধুনিক ডিজাইন এবং বহুমুখী ব্যবহারের সুবিধা মাথায় রেখে। আন্তর্জাতিক মানের আধুনিক ও উদ্ভাবন নির্ভর এই পণ্যগুলোর মাধ্যমে প্রিমিটেক গ্রুপ দেশ এবং দেশের বাইরের ভোক্তাদের জীবনযাপনকে আরও উন্নত করতে চায়, যা দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক ও সহজ করবে। গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোতে গার্মেন্টস এক্সেসরিজ, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ননওভেন ফেব্রিক্স ও বাই প্রোডাক্ট উৎপাদন হয়।
নাজিবুজ্জামান বলেন, বাংলাদেশ ঐতিহ্যগত ভাবে অভ্যন্তরীণ বাজারকেন্দ্রিক শিল্প গড়ে তুলেছে। বিপরীতে ভিয়েতনাম শুরু থেকেই রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ করেছে। রপ্তানিকে যত গুরুত্ব
দেব, দেশ তত দ্রুত এগোবে। প্লাস্টিক কাঁচামাল যদি দেশে সোর্স করা যায়, উৎপাদন খরচ কমবে। এখানে সরকার ও উদ্যোক্তা উভয়েরই ভূমিকা প্রয়োজন, তিনি মন্তব্য করেন। তিনি বলেন, উৎপাদন ব্যয় কমাতে হলে বিদ্যুৎ, পানি, গ্যাসের মতো ইউটিলিটি সেবা নিরবচ্ছিন্ন নিশ্চিত করতে হবে। বর্তমানে শুল্ক অনেক বেশি। উৎপাদন ব্যয়ের ওপর শুল্ক যোগ হলে কোম্পানিগুলোর মার্জিন প্রায় থাকেই না। সামান্য শুল্ক কমলে পুরো শিল্প খাতের ব্যয় কমে আসবে। তার মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ- যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা। বিশ্বে যেখানে দ্রুত যাতায়াত সম্ভব, সেখানে আমাদের দেশ ট্র্যাফিক জ্যামে সময় হারায়। এটি রপ্তানির বড় বাধা। বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা নিশ্চয়তাও জরুরি। ক্যারিয়ার শুরুর বিষয়ে তরুণদের উদ্দেশে তিনি বলেন, প্রথমেই লক্ষ্য ঠিক করতে হবে। কাজকে বেতনের সঙ্গে তুলনা করা যাবে না। যত বেশি কাজ, তত বেশি অভিজ্ঞতা। নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। দক্ষতা বাড়াতে হবে। ডিজাইনিং সফটওয়্যার, এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ইত্যাদিতে দক্ষতা জরুরি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি হ্যান্ডস্কিল ও এক্সট্রা কারিকুলার শেখা উচিত।
তিনি বলেন, নতুনদের বড় সমস্যা হলো- তারা কী হতে চান সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকে না, তাই ক্যারিয়ারের শুরুতেই দিক নির্ধারণ করতে হবে। কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়- পাঁচ মিনিট চিন্তা করে প্রোঅ্যাকটিভ সিদ্ধান্ত নিতে হবে। সংকটকে সুযোগে রূপান্তরের চেষ্টা থাকতে হবে। তিনি বলেন, প্রিমিটেক গ্রুপ তরুণদের জন্য শেখার পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম তৈরি করেছে। একজন ভালো লিডার কখনো জ্ঞান গোপন করেন না। তিনি প্ল্যাটফর্ম উন্মুক্ত করেন। লিডার যত জ্ঞান ছড়ান, টিম তত শক্তিশালী হয় এবং লিডারের ওপর চাপও কমে।