সুন্দরবনের মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে মোশারেফ হাওলাদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সুন্দবনের শরণখোলা রেঞ্জের কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জেলে মোশারেফ বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। মৃত্যুর সময় একই নৌকায় ছিলেন তার বড় ভাই আলী হোসেন হাওলাদার।
তিনি জানান, সোমবার বিকেলের দিকে শীতের তীব্রতা বাড়লে অসুস্থ হয়ে পড়েন মোশারেফ। সন্ধ্য ৭টার দিকে নৌকায়ই তার মৃত্যু হয়। স্ত্রী ও দুই ছেলে রয়েছে তার। ওইদিন রাতেই মোশারেফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, কেওড়াবুনিয়া খালে মাছ ধরতে পাশ-পারমিট নিয়ে বড় ভাই আলী হোসেন হাওলাদারের সঙ্গে সুন্দরবনে যান মোশারেফ হাওলাদার। সোমবার সন্ধ্যায় শীতজনিত কারণে বড় ভাইয়ের সামনেই ছোট ভাইয়ের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল