তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের জেরে চীনে জনপ্রিয় কয়েকটি জাপানি চলচ্চিত্রের মুক্তি স্থগিত করা হয়েছে।
চীনে মুক্তি স্থগিত হওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সেলস অ্যাট ওয়ার্ক! এবং ক্রেয়ন শিন-চ্যান দ্য মুভি: সুপার হট! দ্য স্পাইসি কাসুকাবে ড্যান্সার্স, এমনটাই জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।
বিবিসি নিশ্চিত করেছে, জনপ্রিয় জাপানি অ্যানিমেশন চলচ্চিত্র ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসল'-এর টিকিট এখনও পাওয়া যাচ্ছে, তবে সিসিটিভি জানিয়েছে যে বিতর্ক বেড়ে যাওয়ায় চীনে সিনেমাটির টিকিট বিক্রিও সম্প্রতি কমে গেছে।
প্রধানমন্ত্রী তাকাইচি এই অঞ্চলে চীনের কার্যকলাপের একজন কট্টর সমালোচক। তিনি চলতি মাসের শুরুর দিকে ইঙ্গিত দিয়েছিলেন, বেইজিং যদি তাইওয়ানে আক্রমণ করে, তবে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে।
বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, যা মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় একত্রিত হতেই হবে। চীনের কমিউনিস্ট বিপ্লবে ক্ষমতাচ্যুত সরকার এই তাইওয়ানেই আশ্রয় নিয়েছিল।
সিসিটিভি সোমবার জানিয়েছে, চলচ্চিত্র পরিবেশক ও আমদানিকারকরা চীনে জাপানি চলচ্চিত্রের সামগ্রিক পরিস্থিতি এবং চীনা দর্শকদের মনোভাব পুনঃমূল্যায়ন করার পর চলচ্চিত্রগুলোর মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রেয়ন শিন-চ্যান দ্য মুভি: সুপার হট! দ্য স্পাইসি কাসুকাবে ড্যান্সার্স এক ছোট ছেলে ও তার বন্ধুদের নিয়ে তৈরি একটি অ্যানিমেটেড কমেডি, সেটি আগামী সপ্তাহগুলোতে মুক্তি পাওয়ার কথা ছিল।
সেলস অ্যাট ওয়ার্ক মাঙ্গা কমিকসের ওপর ভিত্তি করে তৈরি লাইভ অ্যাকশন মুভি। এতে মানব রক্ত কোষগুলো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এর মুক্তিও স্থগিত হয়েছে।
তবে চলচ্চিত্রগুলোর মুক্তি কতদিনের জন্য স্থগিত করা হয়েছে, তা সিসিটিভি জানায়নি।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া আউটলেটটি বলেছে যে তাকাইচির মন্তব্যের পর ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসল চীনা দর্শকদের তীব্র অসন্তোষের মুখে পড়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল