বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার ইতিহাস গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। দেশের জার্সিতে দুই দশকের পথচলায় এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বড় মাইলফলক।
দীর্ঘ দুই দশকের এই যাত্রায় তার সঙ্গী, সতীর্থ এবং কোচরা তাকে দেখছেন শ্রদ্ধা ও বিস্ময়ের চোখে। এই ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষে ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে মুশফিকের অধ্যাবসায়, শৃঙ্খলা এবং খেলার প্রতি নিবেদন নিয়ে স্মৃতিচারণ করেছেন তামিম ইকবাল, মুমিনুল হক, ডেভ হোয়াটমোর, চন্ডিকা হাতুরুসিংহে এবং হাবিবুল বাশার।
তামিম ইকবাল মুশফিকের এই অর্জনকে ‘বিশাল’ হিসেবে অভিহিত করেছেন। তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট খেলার যোগ্যতা যদি কারও থাকে, তবে সে মুশফিক। আমাদের দেশে টেস্ট ম্যাচের সংখ্যা কম হওয়ায় এই মাইলফলক ছুঁতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।’
বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাতুরুসিংহে মুশফিককে তার দেখা অন্যতম ‘সূক্ষ্ম ও সুশৃঙ্খল’ ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তরুণ খেলোয়াড়দের জন্য কেবল তাকে পর্যবেক্ষণ করাই একটি শিক্ষা। সে এমন একজন নেতা যে কথায় নয়, কাজে বিশ্বাসী। তার প্রস্তুতি বিশ্বমানের। বাংলাদেশ ক্রিকেট তার কারণে সমৃদ্ধ হয়েছে।’
অভিজ্ঞতার আলোয় দলের ভরসা হয়ে থাকা এই ব্যাটার টেস্ট ক্রিকেটে দেশের জন্য এনে দিয়েছেন অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস। মুশফিক সবসময়ই ডাবল সেঞ্চুরি, চাপের সময়ে ম্যাচ বাঁচানো ব্যাটিং কিংবা ফিটনেসে উদাহরণ।
বিডি-প্রতিদিন/তানিয়া