কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।
অপর দুই আসামি ভিকটিমের ভাসুর মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেকসুর খালাস পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরের মনোহরপুর এলাকায় রীমার রহস্যজনক মৃত্যু ঘটে। তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর আসামিপক্ষ দাবি করে রীমা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন। তবে ভিকটিমের বাবা বাহার মিয়া স্বামী নাসির, ভাসুর মাসুম ও জা শাহনাজের বিরুদ্ধে পরিকল্পিত শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
বিচারকালে প্রমাণিত হয় এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। স্বামী জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
পাবলিক প্রসিকিউটর জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।
বিডি-প্রতিদিন/মাইনুল