রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে র করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেদী (২১), ফামি (১৮), আরিফ (২৫), সুমন মোল্লা (২৫), ফজলু (৩৮), ইসমাইল হোসেন রাজু (২৮), মনির হোসেন (৩৮), মো. রানা (২৪), হারুনুর রশিদ (৩০), ইসমাইল হোসেন জুবায়ের আগুন (৩৩), তরিকুল ইসলাম রাজু (৩৩), রাসেল মিয়া (২৩), হায়দার ইমাম রাব্বি (২৫), ইমন হাসান (২৯), নূর হোসেন মিলন (২৫), ইয়াসিন হাসান সেন্টু (২৭), বিকি (২৪), ইউসুফ (৪২), জনি (২৫) ও হাসান (২৪)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/জামশেদ