সকালে কৃষিকাজে বের হয়ে ধানক্ষেতের পাশ দিয়ে হাঁটছিলেন কৃষক আব্দুল করিম। এসময় ক্ষীণ কান্নার শব্দ শুনে চারপাশে খোঁজ নেন তিনি। পরে ধানগাছ সরিয়ে দেখতে পান—মাঝখানে পড়ে আছে এক ফুটফুটে ছেলে নবজাতক। শিশুটি তখনও কান্না করছিল। হঠাৎ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান আব্দুল করিম।
ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ওই উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করে গামছায় জড়িয়ে নেন আব্দুল করিম এবং গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে শিশুটিকে প্রাথমিক সেবা দেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মানবিক এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, সে সুস্থ আছে।
একজন স্থানীয় নারী বলেন, শিশুটিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। কে এমন নির্মম হতে পারে! আল্লাহর রহমতে বাচ্চাটা বেঁচে গেছে এটাই স্বস্তি।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান, গ্রামবাসীর খবর পেয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে সেটিও তদন্ত করা হচ্ছে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল