চাঁদপুরে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. নাজমুল ইসলাম সরকার। সোমবার সন্ধ্যায় চাঁদপুর এসে পৌঁছান তিনি। ডিসির আগমনে চাঁদপুর সার্কিট হাউস প্রাঙ্গণে এক উষ্ণ ও আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়।
নতুন ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ) নাজমুন নাহার সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার মো. নাজমুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন এবং রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
২৯তম বিসিএস মেধাতালিকায় স্থান অর্জনকারী এই কর্মকর্তা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। গাজীপুরেই তার জন্ম ও বেড়ে ওঠা।
বিডি-প্রতিদিন/আশফাক