একসময় বলা হতো গ্যাসের ওপর ভাসছে বাংলাদেশ। আমাদের মন্ত্রী বাহাদুরদের কেউ কেউ গ্যাস রপ্তানির তত্ত্বও হাজির করেছিলেন। বলেছিলেন মাটির নিচে গ্যাস জমা রেখে নষ্ট করে লাভ নেই। কিন্তু তিন দশক না যেতেই গ্যাসের জন্য হাহাকার দিকে দিকে। রাজধানীতে দিনভর অপেক্ষা করেও গ্যাসের চুলা জ্বালাতে পারছেন না গৃহিণীরা। টানা হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কেউ কেউ ইলেকট্রিক চুলা ও রাইস কুকার কিনে সাংসারিক ব্যয় বাড়িয়েছেন। গ্যাসের অভাবে পুরো উৎপাদনে যেতে পারছেন না শিল্পমালিকরা। সরকার শিল্পে গ্যাস সরবরাহ আগের তুলনায় কিছুটা বৃদ্ধি করলেও শিল্পাঞ্চলে গ্যাসসংকট এখনো কাটেনি। থমকে আছে ব্যবসাবাণিজ্য। নগরীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ এতই কম যে অনেকে বাধ্য হয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। সব মিলে আবাসিক, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোতে চলছে গ্যাসের জন্য হাহাকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের তথ্য অনুযায়ী বর্তমানে দৈনিক ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর বিপরীতে দৈনিক গ্যাসের চাহিদা ৪ হাজার মিলিয়ন ঘনফুট। সোজা কথায় দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। বিশাল এই ঘাটতির কারণে গ্যাসনির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলোতে চলছে আংশিক উৎপাদন। গ্যাসের অভাবে সার কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচেয়ে নাজুক অবস্থায় গৃহস্থালিকাজে ব্যবহৃত গ্যাসের ঘাটতিতে। অনেক এলাকায় সারা দিন গ্যাস থাকে না বললেই চলে। গভীর রাতে রান্না করতে বাধ্য হচ্ছেন অনেকে। সরকারের পক্ষ থেকে সংকট মোচনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু সাধ ও সাধ্যের সমন্বয় না হওয়ায় সংকট মোচন করা যাচ্ছে না। গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টার কথা বলা হলেও তাতে সন্তুষ্ট হওয়ার মতো কোনো সুফল পাওয়া যাচ্ছে না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে জোর দেওয়া হচ্ছে। কিন্তু সেখানেও রয়েছে আর্থিক সংকট। আমরা এ কলামে বারবার বলেছি গ্যাসসংকট মোচনে সাগরপ্রান্তে অনুসন্ধান ও উত্তোলনে নজর দিতে হবে। এ ক্ষেত্রে যে উদ্যোগের ঘাটতি রয়েছে তা দ্রুত কাটিয়ে উঠতে হবে বৃহত্তর জাতীয় স্বার্থেই।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা