নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষকে ধানের শীষে ভোট দিতে আকৃষ্ট করবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে জনগণকে ধানের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে ৩১ দফার লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল