ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুই দশকের ধারাবাহিক সাফল্যের পথে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই ক্রিকেটার আজ স্পর্শ করছেন এক ঐতিহাসিক মাইলফলক।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিক ৯৯ রানে অপরাজিত অবস্থায় ছিলেন। প্রথম দিন শেষে দলের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেট হারিয়ে ২৯২ রানে। অপর প্রান্তে লিটন দাস ৪৭ রানে অপরাজিত ছিলেন।
এর আগে শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ পরিয়ে দেন তার প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। পরে হাতে ক্যাপ ক্যাসকেট দেন দেশের এক নম্বর টেস্ট ক্যাপধারী আকরাম খান। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে বিশেষ ক্রেস্টও উপহার দেন।
মুশফিক ব্যাট করতে নেমে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে তিনি ৯৯ রানে অপরাজিত থাকায় শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করার জন্য অপেক্ষা করতে হবে পুরো রাত।
খেলার সময় তার পাশে লিটন দাস ছিলেন, তবে হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। বাংলাদেশের চার ব্যাটারের উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের পেসার অ্যান্ডি ম্যাকব্রাইন।
মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন এবং বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন।
বিডি প্রতিদিন/মুসা