বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ মৌসুমের খেলোয়াড় নিলামের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল।
আজ রাতে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছ, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।
এর আগে ১২তম আসরের নিলাম ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। আবারও পরিবর্তন করে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ তৃতীয়বারের মতো তারিখ পরিবর্তন করে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হয়।
এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলোয়াড় বাছাইয়ে ড্রাফটের পরিবর্তে নিলামের আয়োজন করছে বিসিবি। রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে বিকেল ৩টা থেকে নিলাম অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় নিশ্চিত করা এবং নিলাম প্রক্রিয়া আরও সুসংগঠিতভাবে আয়োজনের লক্ষ্যেই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম