শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংস প্রতিবাদ জানিয়েছে তার সমর্থকরা। যানবাহনে আগুন, গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগসহ বিক্ষোভ ও রাজপথ অবরোধ করেছে তারা। রাজধানীতে সোমবার যানবাহন চলাচল ছিল ৫০ শতাংশ কম। আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে সোমবার গোপালগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে মেতে ওঠেন। তার আগে সোমবার সকাল ৮টা থেকে আধা ঘণ্টা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এ মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন হাসিনা সমর্থকরা। কাশিয়ানী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান। বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর মুণ্ডাপাশায় বড় গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রবিবার রাত ২টার দিকে শুরু হওয়া এ অবরোধে বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। মৌলভীবাজার জেলার রাজনগরে থানা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বেশ কয়েকটি গাছ ফেলে অবরোধ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে হামলা চালায় হাসিনা সমর্থকরা। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকালে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি স্কুলবাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তিন দিন চিকিৎসার পর সোমবার রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রাণ হারান বাসটির হতভাগ্য চালক। আদালতের রায়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সহিংস তৎপরতার পাশাপাশি অতি উৎসাহী রায় সমর্থকদের বাড়াবাড়ি এবং আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। ট্রাইব্যুনালের রায়ের সঙ্গে যে কারও দ্বিমত থাকতে পারে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগও আছে। সে পথে না গিয়ে যারা আগুনসন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তারা যে দেউলিয়াত্বের শিকার তা স্পষ্ট। রায়ে উল্লাস প্রকাশের নামে গর্হিত কর্মকাণ্ডও অগ্রহণযোগ্য।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আগুনসন্ত্রাস
রাজনৈতিক দেউলিয়াত্বের উদাহরণ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর