ঢাকার কেরানীগঞ্জে দস্যুতা মামলার এজাহারনামীয় আসামি ও কিশোর গ্যাংয়ের লিডার আকাশ মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব–১০। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব–১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় প্রবাসী রাসেল মিয়াকে (৪৫) পথরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দস্যুতা মামলা করা হয়।
মামলার পর র্যাব–১০ এর একটি অভিযানি দল তথ্য–প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় রাজেন্দ্রপুর পশ্চিমদি এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আকাশ মোল্লাকে গ্রেফতার করে। তিনি রাজেন্দ্রপুর নোয়াদ্দা এলাকার ওসমান মোল্লার ছেলে। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজেন্দ্রপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ভুট্টু মেম্বারের নাতি আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিল। তার নেতৃত্বে রাতে চুরি, ছিনতাই ও মাদককারবার চলত। ভয়-ভীতির কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গাড়িচালক বলেন, ঝিলমিল ও নতুন রাস্তা এলাকায় আকাশ মোল্লার নেতৃত্বে রাতে নিয়মিত ডাকাতি ও ছিনতাই হতো।
তারা জানান, গাড়ি চালিয়ে রাতে ফিরতে ভয় লাগত। মুখ খুললে ক্ষতি করবে—এমন আশঙ্কা ছিল। আকাশ মোল্লা গ্রেপ্তার হওয়ায় এলাকায় এখন স্বস্তির বাতাস বইছে।
বিডি-প্রতিদিন/সুজন