মেট্রোরেলের স্থায়ী কার্ড (র্যাপিড পাস ও এমআরটি পাস) রিচার্জে বড় সুবিধা আসছে। এখন আর কার্ড রিচার্জ করতে স্টেশন বা ব্যাংকের বুথে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে কার্ডে টাকা ভরা যাবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে এই সেবা চালু হবে। সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন।
শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে; ডিসেম্বর থেকে একটি অ্যাপও চালু হবে, যেখানে আরও সহজে টাকা রিচার্জ করা যাবে।
যেভাবে রিচার্জ করা যাবে
১. ডিটিসিএর ওয়েবসাইট/অ্যাপে অ্যাকাউন্ট খুলে লগইন
২. রিচার্জ অপশনে গিয়ে কার্ড নির্বাচন (র্যাপিড বা এমআরটি পাস)
৩. পেমেন্ট মাধ্যম বাছাই — ব্যাংক কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব অনলাইন ব্যাংকিং
৪. টাকা পরিশোধের পর স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড একবার স্পর্শ করে রিচার্জ সম্পন্ন করতে হবে
অনলাইনে টাকা লোড করার পর এভিএমে স্পর্শ না করা পর্যন্ত তা অপেক্ষমাণ (Pending) অবস্থায় থাকবে। অপেক্ষমাণ টাকা ৩ মাস বৈধ থাকবে। ৩ মাসের মধ্যে এভিএমে টাচ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। ১০% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। যাত্রী চাইলে ৭ দিনের মধ্যে নিজেই টাকা ফেরত চাইতে পারবেন—এ ক্ষেত্রেও ১০% ফি প্রযোজ্য।
নতুন যন্ত্র বসছে সব স্টেশনে
মেট্রোরেলের ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হচ্ছে। ২১ ও ২২ নভেম্বর উত্তরা–মতিঝিল অংশের সব স্টেশনে যন্ত্র স্থাপনের কাজ সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/হিমেল