বিশ্বকাপ প্রস্তুতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল। আগের ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারানো দলটি তিউনিসিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে। এ ম্যাচে অবশ্য জেতার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু লুকাস পাকেতার পেনাল্টি মিসে শেষ পর্যন্ত জিততে পারেনি দলটি।
ম্যাচে দুই দলে সমান তালে লড়াই হলেও শুরুতে এগিয়ে যায় তিউনিসিয়া। ২৩তম মিনিটে আলি আবদির দুর্দান্ত থ্রু পাস ধরে ঠাণ্ডা মাথায় ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন হাযেম মাসতৌরি।
গোল হজম করার পর ব্রাজিল স্বরূপে ফেরার চেষ্টা করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে দারুণ এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান তারকা এস্তেভাও। ব্রাজিলের হয়ে চার ম্যাচে এটি তার চতুর্থ গোল।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। ৭৮ মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক করতে এগিয়ে আসেন বদলি খেলোয়াড় লুকাস পাকেতা। কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। যা মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই মিসের কারণে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় দুই দল। চলতি বছরে এটিই ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ম্যাচ।
বিডি প্রতিদিন/এমআই