ইসলামী বক্তা ও স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে, এমন খবর পুরোপুরি গুজব বলে জানিয়েছে দলটি।
বুধবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের।
তিনি বলেন, ড. মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেয়ার খবরটি ভুয়া। এমনটি হওয়ার কোনও সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।
বিডি-প্রতিদিন/শআ