রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যে রাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রায় একই সময়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকেও ডিবি আটক করে। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করার দায়িত্ব নিয়েছিলেন মিজানুর রহমান সোহেল নামের ওই সাংবাদিক। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের অফিসিয়াল প্যাডে সভাপতি আসলামের পাশে তার নাম দেয়া ছিল। জিজ্ঞাসাবাদের পর সকালে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিয়াসকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখনও।
মিজানুর রহমান সোহেল ও পিয়াসকে গ্রেফতারের বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এমন একটা সময় সোহেল এবং পিয়াসকে তুলে নিয়ে নিকৃষ্ট কাজ করেছে সরকার। দ্রুত পিয়াসকে ও ছেড়ে দেয়ার দাবি করেন তিনি।
জানা গেছে, সাধারণ স্মার্টফোন বিক্রেতাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এনইআইআর (NEIR) পদ্ধতি বা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া চালু করতে যাচ্ছিলো সরকার। এর ফলে সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা হারানোর শঙ্কায় রয়েছেন।
ব্যবসায়ীদের দাবিদাওয়া তুলে ধরতে এবং জনমত গঠনে বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিজানুর রহমান সোহেল একজন গণমাধ্যমকর্মী হিসেবে এই আয়োজনে ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছিলেন।
এদিকে, মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার স্ত্রী সুমাইয়া সীমার জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ