১৯ অক্টোবরের দিনের বেলায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির পর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফ্রান্সের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘর।
জাদুঘরের পরিচালক লরেন্স দে কার্স জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ ভবনের চারপাশে স্থাপন করা হবে অন্তত ১০০টি নতুন নিরাপত্তা ক্যামেরা।
ফরাসি জাতীয় পরিষদের এক শুনানিতে দে কার্স আরও জানান, প্যারিস পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে জাদুঘর প্রাঙ্গণের মধ্যেই একটি উন্নতমানের পুলিশ স্টেশন স্থাপনের প্রস্তুতি চলছে।
গত অক্টোবরের আলোচিত ডাকাতিতে চারজন সশস্ত্র ব্যক্তি দিনের আলোতেই পালিয়ে যায়। তারা ১০২ মিলিয়ন ডলার মূল্যের গহনাও নিয়ে যায়। যদিও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, মূল্যবান সেই রত্ন এখনো উদ্ধার হয়নি।
ঘটনার পর জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ঘাটতির কথা স্বীকার করেছে ফরাসি কর্তৃপক্ষ। বিশেষ করে ভবনের বাইরের দেয়াল ও ডাকাতির পথ হিসেবে ব্যবহৃত বারান্দা এলাকায় পর্যাপ্ত ক্যামেরা না থাকা নিয়ে সমালোচনা ওঠে।
ফরাসি সরকার জানিয়েছে, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বছরের শেষের আগেই অ্যান্টি-ইনট্রুশন ডিভাইস এবং নিকটবর্তী সড়কে অ্যান্টি-র্যামিং ব্যারিয়ার স্থাপন করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল