ছোট পর্দায় প্রায় তিন দশকের সফল ক্যারিয়ার গড়া জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের স্বপ্ন ছিল বড়পর্দায় অভিনয় করার। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কথায় ব্যাটে-বলে না মেলায় সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল তার। তবে এবার তার স্বপ্ন পূরণের পথে। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। অভিনয় জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে দেখা যায়নি চলচ্চিত্রে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এবার প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা থাকলেও পরিস্থিতি মেলেনি। সাজগোজ প্রযোজিত এবং রাজীব সালেহীন পরিচালিত এই সিনেমার শুটিং শিগগিরই শুরু হবে। রিচি চমক হিসেবে আপাতত সিনেমার নাম বা সহঅভিনেতার পরিচয় প্রকাশ করতে চাননি। এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে সব ঘোষণা আসবে।