আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফেলেট বিতরণ ও পথসভা করা হয়েছে।
বুধবার বিকালে সদর আসনের পৌরসভার ১১নং ওয়ার্ডের মালতীনগর এ গণসংযোগ ও পথসভা করা হয়।
বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়ার উন্নয়নের রূপকার তারেক রহমানের ধানের শীষে ভোট দিন। সর্বোচ্চ ভোট ব্যবধানে তারেক রহমানকে নির্বাচিত করতে হবে। হাসিনার শাসনকালে দেশ থেকে ভোটের উৎসব বিদায় নিয়েছিল। হাসিনা পতনের পর দেশে আবারও নির্বাচনী আমেজ বইছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, তিমীর কান্তি রঞ্জন, আলাল, সোহান, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত