জব্দ করার কয়েক দিনের মধ্যেই মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলের ট্যাঙ্কার তালারাকে ছেড়ে দিয়েছে ইরান। বুধবার জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সাইপ্রাসভিত্তিক কলাম্বিয়া শিপম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, জাহাজের ২১ জন নাবিকই নিরাপদে আছেন এবং সুস্থভাবেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।
তেহরানের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজ, নাবিক বা মালিকপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, হরমুজ প্রণালী দিয়ে যাত্রার সময় ইরানি কর্তৃপক্ষ জাহাজটির বহন করা সালফার গ্যাসয়েল নামিয়ে নেয়। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, মঙ্গলবার কার্গো খালাসের পর জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়।
গত শুক্রবার হরমুজ প্রণালীর কৌশলগত জলপথ অতিক্রমের সময় জাহাজটি আটক করা হয়। বিশ্ববাণিজ্যে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালীর মাধ্যমেই পরিবাহিত হয়। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল