‘আম্মা, আম্মা, তোমার কী হইছে, তোমারে বড় সাহেব মারছে আম্মা, তোমারে বড় সাহেব কী করছে আম্মা...’ ধর্ষিত বিপর্যস্ত আম্মার মুখে কথা নেই, তিনি লজ্জায় ক্ষোভে নির্বাক হয়ে গেছেন...আম্মার মুখে কথা না শুনে ছোট ছেলে বাদশাহ তার মৃত বাবার বস মোজাম্মেলের ড্রয়িং রুমে ছুটে যায়, চিৎকার করে বলে ‘ওই বড় সাহেব, তুই আমার আম্মারে কী করছোস?’ এক ঝটকায় দেয়ালে টাঙানো ছুরি নিয়ে বড় সাহেবের পেটে ঢুকিয়ে দেয়, তার আম্মাকে ধর্ষণের বদলা নেয় বাদশাহ। পরিণতিতে ১৪ বছরের যাবজ্জীবন কারাদণ্ড হয় বাদশাহর। এর পরের ঘটনা আরও মর্মান্তিক। এমন একটি মর্মস্পর্শী গল্প নিয়ে ১৯৯৯ সালে চলচ্চিত্র ‘আম্মাজান’ নির্মাণ করেন বরেণ্য চলচ্চিত্রনির্মাতা কাজী হায়াৎ। চলচ্চিত্রটি তখন বাম্পার হিট ব্যবসা করে। দর্শক আজও ভুলতে পারেননি ‘আম্মাজান’ কিংবা কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া এ ছবির দর্শকপ্রিয় সেই গান ‘আম্মাজান আম্মাজান, চোখের মণি আম্মাজান, বুকের ধনি আম্মাজান, প্রাণের খনি আম্মাজান, আপনি বড়ই মেহেরবান, জন্ম দিছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান, আম্মাজান আম্মাজান ও আম্মাজান...।’ কাজী হায়াৎ জানান, আমার অনেক দিনের লালিত গল্প এটি। নিজের চোখে দেখা একটি সত্য ঘটনা নিয়েই এ ছবিটি নির্মাণ করেছিলাম। মফস্বলের ঘটনা এটি। ছোট্ট ছেলেটি তার মায়ের হাত ধরে চার ঘণ্টা বসেছিল। তখন মা এবং ছেলের মধ্যে কোনো কথা হচ্ছিল না। প্রশ্নটি ছিল- মা ছেলেকে কী বলবে আর ছেলে মাকে কী জিজ্ঞাসা করবে। এ দৃশ্য দেখার পরই সেখান থেকে আমার গল্পের উৎপত্তি এবং চলচ্চিত্র ‘আম্মাজান’। কাজী হায়াৎ বলেন, আমি গল্পের বাদশাহ মানে নায়ক চরিত্রে মান্নাকে নেওয়ার কথা বললে ডিপজল তা নাকচ করে দিয়ে বললেন, রুবেল বা অন্য যে কাউকে নিয়ে ছবিটি নির্মাণ করুন। কারণ মান্না ও ডিপজলের বন্ধুত্বের সম্পর্কে তখন চিড় ধরেছিল। মান্নাকে না নেওয়ার কথা বলায় আমি হতাশায় ডুবলাম। কারণ, আমি জানি এ চরিত্রটি রূপায়ণ মান্না ছাড়া আর কারও পক্ষে সম্ভব বা মানানসই নয়। ঘটনাটি শুনে একদিন মান্না আমাকে বললেন, আপনি নাকি রুবেলকে নিয়ে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন? আমি বললাম ‘হ্যাঁ’, এ নায়কের চরিত্রটি খুবই মারাত্মক। তুমি যদি পার ডিপজলের সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করে নাও। না হলে তোমার হাত থেকে একটি ভালো ছবি চলে যাবে। তারপর সে কী করেছিল আমি জানি না, পরদিন ডিপজল আমাকে ডেকে বললেন, মান্না শিডিউল দিয়ে গেছে তাঁকে নিয়ে কাজ শুরু করেন। শুটিংয়ের শুরুতে মান্নাকে বলেছিলাম, তুমি এর আগে যেসব অভিনয় করেছ তা ভুলে গিয়ে আমি যেভাবে দেখাব তাই করবে। মান্না আমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এ ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসায় ভেসেছিলেন মান্না। তাঁর চরিত্রটির নাম ছিল- বাদশাহ। মা-ভক্ত বাদশার পাগলামি এখনো চোখে ভাসে দর্শকদের। মাসের পর মাস চলেছিল, ভিড় ছিল সিনেমা হলে, হয়েছিল ব্যবসাসফল। তৈরি করেছিল ইতিহাস। অনেক দর্শককে কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বের হতে দেখা গিয়েছিল। এর মধ্যে অনেকে পরপর কয়েকবার ছবিটি দেখেছিলেন। কিছু সিনেমা ইতিহাস তৈরি করার পেছনেও থাকে ইতিহাস। আম্মাজান চলচ্চিত্রটি ১৯৯৯ সালের ২৫ জুন মুক্তি পায়। জানা গেছে, ছবিটি নির্মাণে আনুমানিক ১ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়। মুক্তির আগের দিন এ ছবির প্রযোজক প্রযোজনা ও সংগীত স্বত্ব বিক্রি করে ১ কোটি ৪ লাখ টাকা আয় করেন। অর্থাৎ মুক্তির আগের দিনই চলচ্চিত্রটি ২ লাখ টাকা মুনাফা করে। এরপর ছবিটি প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করে বলে ফিল্মপাড়া সূত্র জানায়। ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগেও পুরস্কার লাভ করেন এবং ছবিটি বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও মান্না শ্রেষ্ঠ অভিনেতা, সেরা কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর পুরস্কারসহ পাঁচটি পুরস্কার লাভ করে।
শিরোনাম
- ঢাকা ও আশপাশে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর