নামাজ পড়লে ব্যবসায় লাভ হবে, না পড়লে ক্ষতি হবে; মিথ্যা বললে বাকশক্তি বন্ধ হয়ে যাবে, সত্য বললে বন্ধ হবে না; অপদৃষ্টি করলে চোখের পাওয়ার তথা দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে, না করলে আদৌ নষ্ট হবে না; এমন গ্যারান্টির কথা আল্লাহপাক বলে দেননি। আসমান, জমিন আগুন, পানি, বাতাস এসব কিছুই মুমিন-গয়রে মুমিন সবার উপকারের জন্য। আল্লাহর সৃষ্ট সব মাখলুক থেকে ফায়দা নেওয়ার ক্ষেত্রে আল্লাহপাক সবাইকে সমান সুযোগ দিয়েছেন। তবে এটা পার্থিব জীবনের জন্য প্রযোজ্য। আখেরাতের জীবনে আল্লাহর নেয়ামত ভোগ করবে একমাত্র মুমিন।
সমাজের অবস্থা তো এমন যে আমি যখন ভালো কাজ করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, দাড়ি রাখব, টুপি-পাঞ্জাবি পরিধান করব তখন আমার আশপাশের লোকেরা আমাকে ধিক্কার দিতে শুরু করবে। আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করবে। আল্লাহর প্রেরিত নবী-রসুলগণের সঙ্গেও এরূপ করা হয়েছিল। কিন্তু তাঁরা নির্যাতনের ভয়ে কোনো আপস করেননি। কারণ তাঁরা বুঝেছিলেন যে অস্থায়ী এ পার্থিব জীবনের সামান্য দুঃখকষ্ট, জুলুমযাতনা আখেরাতের অশেষ-অফুরন্ত জিন্দেগির দুঃখকষ্ট ও আজাবের তুলনায় একদম কিছুই না। কিন্তু অতি আফসোস যে মানুষ এ অস্থায়ী জীবনের সুখশান্তির জন্য কত কষ্টই না স্বীকার করে। রাস্তায় বের হলে ছিনতাই, চাঁদাবাজি, অপরহণ, অ্যাক্সিডেন্ট ইত্যকার কত ধরনের আশঙ্কা থাকে কিন্তু সব আশঙ্কাকে উপেক্ষা করে মানুষ ছুটে চলছে গন্তব্যের দিকে। পার্থিব সম্পদই প্রয়োজনের অতিরিক্ত উপার্জনের নিমিত্তে মানুষ প্লেনে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যায়; জীবনের যত বড় ঝুঁকিই থাক তাতে কোনো পরোয়া করে না। অথচ এসব সম্পদ যে তাকে নিষ্ঠুরভাবে ত্যাগ করবে সে অনুভূতি থেকেও নেই।
মানুষের মৃত্যুর পর শুরু হয় স্থায়ী ও আসল জীবন। সে জীবনে রয়েছে কতিপয় ঘাঁটি। যেমন কবর, হাশর, মিজান, পুলসিরাত, এরপর জান্নাত বা জাহান্নাম। একজন বুদ্ধিমানমাত্রই এ কথা বোঝে যে স্থায়ী বাসভবন নির্মাণে কত খরচ ও মেহনত হয় আর সামান্য কয়েক দিনের জন্য নির্মিত বাড়িতে কেমন খরচ ও মেহনত হয়। দুনিয়া আল্লাহপাকের কাছে মূল্যহীন বস্তু। যদি আল্লাহর কাছে মাছির পাখা পরিমাণও দুনিয়ার মূল্য হতো তাহলে কোনো কাফের-মুশরিককে এক ফোঁটা পানিও তিনি পান করতে দিতেন না। মানুষ পৃথিবীর বুকে যতই গাড়িবাড়ি, কলকলকারখানা বানাক, একদিন তাকে এগুলো ফেলে রেখে চলে যেতে হবেই। ইবাদতের মাধ্যমে অর্থসম্পদ বানানোর ফিকির থাকলে চলবে না। ইবাদত হতে হবে পরকালের অ্যাকাউন্টসমৃদ্ধ করার লক্ষ্যে। ইবাদত-বন্দেগি করার পরও যখন দেখা যায় ব্যবসা খারাপ হচ্ছে, কলকারখানা নষ্ট হচ্ছে, তখনো এ ধারণা পোষণ করতে হবে, আল্লাহপাক দয়া করে আমার কোনো কল্যাণ সাধন করতে চাচ্ছেন। যেমন মনে করুন, ব্যবসার মধ্যে সে সুদি কারবারে, ঘুষের কারবারে জড়িত হয় এবং লাভের টাকা দিয়ে সে এমন কোনো কর্মে জড়িত হবে যা তার আখেরাতি জীবনের জন্য ক্ষতিকর; এমনকি এ কাজের আছর তার পরবর্তী বংশধরদের মধ্যেও জারি থাকবে; তো আল্লাহপাক মেহেরবানি করে তাকে ব্যবসায়িক লস বা অবনতি দিয়ে তাকে এসব খারাপ প্রবণতা থেকে দূরে রাখেন। যা বললাম এটাই সঠিক, চাই আমাদের বুঝে আসুক বা না আসুক।
দুনিয়ার জীবনে কোনো অশান্তি পেরেশানি দেখা দিলে তার দ্বারা লাভ হলো গুনাহ মাফ হয়, ছবর ও ধৈর্যের হিম্মত লাভ হয়। আল্লাহপাক মানুষকে শরীর দান করেছেন, জবান দিয়েছেন, হাত, পা চোখ, কান, নাক দিয়েছেন। কিন্তু মানুষ সেগুলোর সঠিক ব্যবহার করে না। মানুষ তার জবান দ্বারা অন্যের বদনাম করে, কুটনামি করে, গিবত করে, কিন্তু আল্লাহ তার বাকশক্তি বন্ধ করেন না। তিনি মানুষের পাপের কারণে সঙ্গে সঙ্গে বদলা নেন না, রিজিক বন্ধ করেন না। বরং অবকাশ দেন। তবে মাঝেমধ্যে বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন। দুনিয়ার জীবনে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি, যে দুটি কাজ করে [১] পার্থিব উপার্জনের সঙ্গে সঙ্গে মৃত্যুর সময় সঙ্গে নিয়ে যাওয়ার মতো পুঁজি সঞ্চয় করে। [২] কবরে যাওয়ার পর সেখানে বসেই যেন নেকির ঝরনায় সিক্ত হতে পারে, সে ব্যবস্থা দুনিয়ায় থাকতে করে যায়। আমরা দেখতে পাই, কেউ যখন বিদেশে যায় তখন সঙ্গে কার্ড নিয়ে যায়। আর খরচের জন্য সামান্য কিছু টাকা পকেটে নেয়। বিদেশের মাটিতে যাওয়ার পর এই কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংক থেকে টাকা যেকোনো অঙ্ক তুলে খরচ চালাতে পারে। আমাদের সবাইকে এমন একটি কার্ড নিয়ে কবরে যেতে হবে। যাতে এই কার্ডের মাধ্যমে সব ঘাঁটি পার হয়ে নিরাপদে জান্নাতে যাওয়া যায়। এই কার্ড তৈরি করতে হবে সুন্নতওয়ালা নামাজের মাধ্যমে। নামাজের প্রতি যার যত বেশি গুরুত্ব ও আগ্রহ থাকবে তার কার্ড তত বেশি দামি হবে। আর এই দামি কার্ড নিয়ে মহানবী (সা.)-এর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ লাভ হবে।
♦ লেখক : আমির, আল হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ