কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য সম্প্রতি আমদানি করা ৬৩ হাজার টনের একটি চালান নিম্নমানের বলে বিবেচিত হয়েছে। চুক্তি অনুযায়ী সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানটি মানসম্মত কয়লা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তারা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা যে কয়লা মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করেছে তার মধ্যে মাটিজাতীয় ক্ষুদ্রকণা পাওয়া গেছে। এ ধরনের নিম্নমানের কয়লা ব্যবহার করলে বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ৬৩ হাজার টনের ওই কয়লা খালাসের সময় তা যে নিম্নমানের সেটি স্পষ্ট হয়। হাজার কোটি টাকা মূল্যের কয়লা থেকে ২২ হাজার ৩৫০ টন আনলোড করার পর বাদবাকি ৪০ হাজার ৬৫০ টন কয়লা ফেরত পাঠানো হয়। স্মর্তব্য তিন-চার মাস ধরে এ কোম্পানিটি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করে আসছিল। এ কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য আন্তর্জাতিক টেন্ডার হয়েছিল। পরে জয়েন্ট ভেঞ্চারে আদিত্য বিড়লা অ্যান্ড ইউনিক সিমেন্ট কয়লা সরবরাহের কাজ পায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও শিপিং কোম্পানির নির্দেশে কয়লাবাহী জাহাজটি বহির্নোঙরে পাঠানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের অভিযোগ কয়লায় প্রচুর মাটি রয়েছে। তাই কয়লা খালাস বন্ধ করে জাহাজটি বহির্নোঙরে নিয়ে আসা হয়। এ বিষয় নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার কোটি টাকা দামের ৬৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি ওরিয়েন্ট অর্কিড ১৭ মার্চ মাতারবাড়ী বন্দরের চ্যানেলে প্রবেশ করে। কয়লা খালাসের সময় দেখা যায়, তাতে প্রচুর মাটি রয়েছে। ফলে বাদবাকি কয়লা ফেরত পাঠানো হয়। জাহাজ থেকে যে কয়লা নামানো হয়েছে, তার মানও ভালো নয়। কয়েক শ কোটি টাকার এ কয়লা কী করা হবে, সে বিষয়টিও স্পষ্ট করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের মতে, উন্নতমানের কয়লা সরবরাহের শর্ত যেহেতু সরবরাহকারী কোম্পানিটি ভঙ্গ করেছে, সেহেতু সব দায় তাদের ওপরই বর্তানো উচিত।
শিরোনাম
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
নিম্নমানের কয়লা
সরবরাহকারীকে দায় নিতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর