কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য সম্প্রতি আমদানি করা ৬৩ হাজার টনের একটি চালান নিম্নমানের বলে বিবেচিত হয়েছে। চুক্তি অনুযায়ী সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানটি মানসম্মত কয়লা সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তারা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা যে কয়লা মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করেছে তার মধ্যে মাটিজাতীয় ক্ষুদ্রকণা পাওয়া গেছে। এ ধরনের নিম্নমানের কয়লা ব্যবহার করলে বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ৬৩ হাজার টনের ওই কয়লা খালাসের সময় তা যে নিম্নমানের সেটি স্পষ্ট হয়। হাজার কোটি টাকা মূল্যের কয়লা থেকে ২২ হাজার ৩৫০ টন আনলোড করার পর বাদবাকি ৪০ হাজার ৬৫০ টন কয়লা ফেরত পাঠানো হয়। স্মর্তব্য তিন-চার মাস ধরে এ কোম্পানিটি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করে আসছিল। এ কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য আন্তর্জাতিক টেন্ডার হয়েছিল। পরে জয়েন্ট ভেঞ্চারে আদিত্য বিড়লা অ্যান্ড ইউনিক সিমেন্ট কয়লা সরবরাহের কাজ পায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও শিপিং কোম্পানির নির্দেশে কয়লাবাহী জাহাজটি বহির্নোঙরে পাঠানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের অভিযোগ কয়লায় প্রচুর মাটি রয়েছে। তাই কয়লা খালাস বন্ধ করে জাহাজটি বহির্নোঙরে নিয়ে আসা হয়। এ বিষয় নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার কোটি টাকা দামের ৬৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি ওরিয়েন্ট অর্কিড ১৭ মার্চ মাতারবাড়ী বন্দরের চ্যানেলে প্রবেশ করে। কয়লা খালাসের সময় দেখা যায়, তাতে প্রচুর মাটি রয়েছে। ফলে বাদবাকি কয়লা ফেরত পাঠানো হয়। জাহাজ থেকে যে কয়লা নামানো হয়েছে, তার মানও ভালো নয়। কয়েক শ কোটি টাকার এ কয়লা কী করা হবে, সে বিষয়টিও স্পষ্ট করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের মতে, উন্নতমানের কয়লা সরবরাহের শর্ত যেহেতু সরবরাহকারী কোম্পানিটি ভঙ্গ করেছে, সেহেতু সব দায় তাদের ওপরই বর্তানো উচিত।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
নিম্নমানের কয়লা
সরবরাহকারীকে দায় নিতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর