সংক্রামক রোগ থেকে বিপদাপন্ন মানুষকে রক্ষায় অ্যান্টিবায়োটিকের আবিষ্কার ছিল চিকিৎসাবিজ্ঞানের এক বড় সাফল্য। কিন্তু যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারে রোগীর শরীরে এর কার্যকারিতা লোপ পাচ্ছে। আমাদের দেশে হাজার হাজার মানুষের দেহে তা কোনো কাজে আসছে না। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার পশ্চাৎপদ দেশগুলোর জনস্বাস্থ্যের জন্য তা সাক্ষাৎ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে গ্রামগঞ্জ শুধু নয়, খোদ রাজধানীতেই যে কেউ ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছে। ফার্মেসির লোকজনও সামান্য জ্বর কাশিতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। ফলে রোগীর দেহের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হচ্ছে। সংক্রামক রোগের চিকিৎসায় তা কোনো কাজে লাগছে না। অযৌক্তিক, অপ্রয়োজনীয় ও যথেচ্ছ ব্যবহারে জীবন রক্ষাকারী ওষুধ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা মহামারির মতো বিপজ্জনক। অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়লে সংক্রামক রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা থাকে না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৩ সালের জাতীয় ওষুধ প্রতিরোধী জরিপের ফলাফলে দেখা যায়, কিছু কিছু অ্যান্টিবায়োটিক ৮২-৮৪ শতাংশ পর্যন্ত প্রতিরোধী হয়ে উঠেছে। গড়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হার ৫০ শতাংশ। গত পাঁচ বছরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার বেড়েছে ১১ শতাংশ। হাসপাতালের আইসিইউর রোগীদের ক্ষেত্রে লিনেজোলিড জাতীয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধের হার ৭০ শতাংশ; যা বহির্বিভাগে প্রতিরোধের হার ৫ দশমিক ৮২ শতাংশ। এখানে কার্বাপেনেমের মতো ওষুধের প্রতিরোধী হার ৮৪ শতাংশ। বিএসএমএমইউর ‘অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুওয়ার্ডশিপ’ নামে মাসিক সেন্ট্রাল সেমিনারে প্রকাশিত জরিপে দেখা যায়, আইসিইউতে চিকিৎসাধীন ৫২ শতাংশ রোগী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক শেষ ধাপ হিসেবে রোগীর ওপর প্রয়োগ করা হয়। এগুলোর যথেচ্ছ ব্যবহারও বিপদ ডেকে আনছে। এ বিপদ ঠেকাতে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি কড়াকড়িভাবে নিষিদ্ধ করা দরকার। জনসচেতনতা গড়ে তোলাও জরুরি।
শিরোনাম
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু
- যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
- ঈদের ছুটিতেও সেবা দিল বগুড়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
- বনদস্যু আতঙ্কের মাঝেই সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম
- প্রতিশোধ নিল চীন, মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ
- দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’র আয়োজন : টুকু
- দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা ২৫০ যাত্রী