রাজধানী ঢাকার ২ কোটি ৪০ লাখ মানুষ প্রায় সারা বছরই জিম্মি থাকে যানজটের কাছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রাজপথ অবরোধ করে সমাবেশ বা বিক্ষোভ কর্মসূচি পালন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রদলের কর্মী-সমর্থকরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। বেলা পৌনে ২টার দিকে প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে ফের ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা একে একে জড়ো হন। পরে সেখানে সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য দিনভর অবস্থান ধর্মঘট করেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। সন্ধ্যায় অবশ্য তারা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেন। একই দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান নেন মেয়র সমর্থকরা। এ সময় নগর ভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হয়। আমাদের দেশের সংবিধানে নাগরিকদের সভা-সমাবেশের অধিকার স্বীকার করা হয়েছে। তবে নিজেদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে অপরের অধিকার যাতে ক্ষুণ্ন না হয় তা নাগরিক কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। দেশের ক্ষমতায় এখন অন্তর্বর্তী সরকার। দৈনন্দিন কার্যাবলি সম্পাদন এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দায়িত্বে তারা নিয়োজিত। যারা রাজপথ অবরোধ করে রাজধানীর ২৪ মিলিয়ন অধিবাসীকে জিম্মি করার চেষ্টা করছেন, তারা নগরবাসীর জন্য যে বিড়ম্বনা ডেকে আনছেন, তার অবসান অবশ্যই কাম্য।
শিরোনাম
- হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল লখনৌ
- এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদির
- বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস
- বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন ফয়জুল করিম
- টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- তামিম-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের পাহাড়
- ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
- যে কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেই সেঞ্চুরিয়ান ইমন
- নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো গুরুত্ব দিচ্ছি: পরিকল্পনা উপদেষ্টা
- এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ
- ৩১ দফা বাস্তবায়ন হলে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হবে: মীর হেলাল
- অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি : ক্ষমা চাইলেন ইশরাক
- পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই : হাসনাত
- আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে : সালাহউদ্দিন
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সেঞ্চুরিয়ান ইমন
- জবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব
- এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ভিত্তিহীন : বিসিসিআই
- শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা
- যুবলীগ নেতার দখল করা ফ্লাট উদ্ধারের দাবি নারীর
- ‘৫৪ বছরে নদীর যে ক্ষতি হয়েছে তা এক দেড় বছরে সমাধান সম্ভব না’