আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদার অপরাধীরা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জামিনে জেল থেকে বেরিয়েই তারা জড়িত হয়ে পড়ছে অপরাধে। এমনকি প্রভাব বিস্তারের লড়াইয়ে খুনাখুনিতেও লিপ্ত হচ্ছে তারা। নগর শহর গ্রামগঞ্জ সর্বত্র বেড়েছে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য। বাংলাদেশ প্রতিদিনে পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে ২৮৯টি মামলায় ৭৫৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ১১৫ জনই জামিনে বেরিয়ে গেছেন। ১৬ জানুয়ারি সূত্রাপুর থানার দস্যুতার এক মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরদিনই তিনি জামিন পেয়ে যান। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, জামিন পাওয়ার অধিকার সবার রয়েছে। তবে গ্রেপ্তার অপরাধীদের স্ট্যাটাসের বিষয়টি সরকারি কৌঁসুলিকে অবহিত করা উচিত। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিরা কথা বলে করণীয় ঠিক করা উচিত। শীর্ষ অপরাধী থেকে শুরু করে যারা নানান ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা প্রয়োজন। সাধারণ মানুষ যাতে স্বস্তি নিয়ে নিরাপদে কর্মস্থলে যেতে পারে এবং তার প্রিয়জনের কাছে ফিরতে পারে সেই নিশ্চয়তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে। র্যাবের ডিজি গণমাধ্যমকে বলেছেন, কয়েক শ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। কিন্তু তারা আবার আদালত থেকে জামিন নিয়ে একই কার্যকলাপে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলার উন্নয়নে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধে যারা জড়িত, তারা যাতে সহজে জামিন না পায়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অপরাধীদের হালনাগাদ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায়, সঠিকভাবে তালিকা প্রণয়ন করা হলে অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে। একের পর এক অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যাওয়ায় দেশজুড়ে তথাকথিত মব জাস্টিস বা আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠেছে। জনমনে সৃষ্টি হচ্ছে উদ্বেগ। যা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা ফিরিয়ে আনার দিকেও নজর দেওয়া দরকার।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
অপরাধীদের জামিন
বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া উচিত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর