খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক ‘লাঞ্ছিতের’ অভিযোগে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়ায় এবার ক্লাস বর্জনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে আনুষ্ঠানিক এ ঘোষণা দেওয়া হয়। এর আগে শনিবার রাতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন এই সিদ্ধান্তের কথা বিবৃতির মাধ্যমে শিক্ষকদের অবহিত করেন। গত ৫ মে শিক্ষক সমিতি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে আল্টিমেটাম দেয়। ৪ মে থেকে কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাসে যাননি শিক্ষকরা।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের পর থেকে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ