অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর প্রাক্তন শিক্ষার্থীদের এক বিশেষ পুনর্মিলনী।
শনিবার (১৭ মে) ক্যানবেরার ওডেনের সাউদার্ন ক্রস ক্লাবের করিনা রুম-১-এ সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার এফ.এম. বোরহানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেল এমপি ডেভিড স্মিথ।
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত কুয়েটের অ্যালামনাইরা স্বাগত বক্তব্য, পরিচিতি পর্ব, স্মৃতিচারণ এবং প্রাণবন্ত নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলেন।
মধ্যাহ্নভোজে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ও স্থানীয় অস্ট্রেলিয়ান স্বাদের এক মনোমুগ্ধকর সমন্বয়। আয়োজকরা জানান, “এই পুনর্মিলনী শুধু সামাজিক মিলনমেলা নয়; এটি ছিল শিকড়, মূল্যবোধ এবং কুয়েট পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ