গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণফুকরা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ নজরুল মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণফুকরা এলাকায় অভিযান চালিয়ে নজরুলের বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নজরুল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ