আইনশৃঙ্খলার উন্নয়নকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বেশ কয়েকটি কারাগার ভেঙে বেরিয়ে আসে চিহ্নিত অপরাধীরা। থানা ও কারাগার থেকে লুট হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। আইনশৃঙ্খলার জন্য যা ইতোমধ্যে হুমকি সৃষ্টি করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানাভিত্তিক অপরাধীদের তালিকা হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি ও টহল। গ্রেপ্তার করা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী, মাদক ও চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে ওয়ার্কশপ হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি ও অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। টার্গেট এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাংসহ অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পতিত সরকারের হুকুম পালন করতে গিয়ে তারা সাধারণ মানুষের ওপর যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন, তার বদলা নিতে বিক্ষুব্ধ জনতা বিপুলসংখ্যক পুলিশ স্থাপনায় হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয় এসব ঘটনা। পরিণতিতে অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। পতিত সরকারের সহযোগীরা কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে অপরাধী চক্রকে সহায়তা করছে, এমন অভিযোগও রয়েছে। এ প্রেক্ষাপটে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আশা করা যায়, থানাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরি এবং তল্লাশি চৌকির সংখ্যা বৃদ্ধি অপরাধ দমনে ভূমিকা রাখবে।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
অপরাধী তালিকা
হালনাগাদের সিদ্ধান্ত ইতিবাচক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর