আইনশৃঙ্খলার উন্নয়নকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বেশ কয়েকটি কারাগার ভেঙে বেরিয়ে আসে চিহ্নিত অপরাধীরা। থানা ও কারাগার থেকে লুট হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। আইনশৃঙ্খলার জন্য যা ইতোমধ্যে হুমকি সৃষ্টি করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানাভিত্তিক অপরাধীদের তালিকা হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি ও টহল। গ্রেপ্তার করা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী, মাদক ও চোরাকারবারিদের ধরতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে ওয়ার্কশপ হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি ও অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। টার্গেট এলাকায় জোরদার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। নৌবাহিনী এবং কোস্টগার্ডের অতিরিক্ত প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, কিশোর গ্যাংসহ অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পতিত সরকারের হুকুম পালন করতে গিয়ে তারা সাধারণ মানুষের ওপর যে নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন, তার বদলা নিতে বিক্ষুব্ধ জনতা বিপুলসংখ্যক পুলিশ স্থাপনায় হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেয় এসব ঘটনা। পরিণতিতে অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। পতিত সরকারের সহযোগীরা কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে অপরাধী চক্রকে সহায়তা করছে, এমন অভিযোগও রয়েছে। এ প্রেক্ষাপটে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আশা করা যায়, থানাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরি এবং তল্লাশি চৌকির সংখ্যা বৃদ্ধি অপরাধ দমনে ভূমিকা রাখবে।
শিরোনাম
- বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া
- সারাদেশে পুলিশি অভিযানে গ্রেফতার আরও ১৪৯২ জন
- ঢাবিতে বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হবে: ভিসি
- মাইমুনার পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার
- ‘দুর্নীতিকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে’
- মেডিটেশন ফিচার আনছে টিকটক
- কাঙ্ক্ষিত সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে : ডিএমপি কমিশনার
- ৪০ বছরের আক্ষেপ ঘোচালেন জেসমিন পাওলিনি
- ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও
- গোপালগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ক্যানবেরায় কুয়েট প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত পুনর্মিলনী
- সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি সাদা দলের
- হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক
- যুক্তরাজ্যে অষ্টমবারের মতো জামিন খারিজ ভারতের নিরব মোদির
- হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৭
- এবার প্রশাসনিক কাজেও বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষক সমিতির
- ‘দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হয় আন্দোলনে নামবো’
- পাকিস্তানকে সমর্থন: তুরস্কের সঙ্গে চুক্তি স্থগিত করলো আইআইটি বোম্বে
- মুন্সিগঞ্জ আদালতের মাতৃদুগ্ধ কেন্দ্র সংস্কার কাজের উদ্বোধন
অপরাধী তালিকা
হালনাগাদের সিদ্ধান্ত ইতিবাচক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর