পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়েছে। ফি-বছরের মতোই এর মধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের কপালে। ইতোমধ্যেই রমজানের প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। দাম বেড়েছে সবজি, মাছ-মাংস, মুরগি, ডিমসহ নানা পণ্যের। বেগুন এখনই ৬০ থেকে ৮০ টাকা কেজি। শসা ৫০ থেকে ৭০। ইফতারিতে এগুলোর চাহিদা থাকে বলে দাম কোন উচ্চতায় পৌঁছাবে ভাবতেই উদ্বিগ্ন হতে হচ্ছে। এ ছাড়া চিড়া-মুড়ি, ছোলা-বুট, ফলমূল, খেজুরের দাম নিয়ে উদ্বেগ তো রয়েছেই। প্রতি বছর রমজানে ইফতারের উপাদানগুলোর মূল্যবৃদ্ধি যেন অনিবার্য ঘটনায় পরিণত হয়। রমজান উপলক্ষে আমদানি বাড়ালেও স্বস্তি নেই বাজারে। মুনাফা অর্জনের উদ্দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোক্তাদের পকেট কাটার মচ্ছবের আয়োজন করেছেন এমন অভিযোগ অনেকের। ব্যবসায়ী মহল তাদের হাজারো সমস্যা-সংকট, আমদানি-রপ্তানির সুবিধা-অসুবিধা, ডলারের মূল্যবৃদ্ধি, এলসি খোলার জটিলতা ইত্যাদি তুলে ধরে। ভোক্তা বা ক্রেতাস্বার্থ রক্ষাকারী কর্তৃপক্ষ দৃশ্যত ভেজাল-নকল প্রতিরোধসহ পণ্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট থাকে ঠিকই, তারপরও ক্রেতার দুর্গতি দূর হয় না। বিভিন্ন দেশে শোনা যায়, রমজানে ব্যবসায়ীরা কম মুনাফায় সম্ভব সর্বনিম্ন মূল্যে পণ্য বিক্রি করেন। যেন রোজাদাররা পণ্যমূল্যে স্বস্তি পায়। তারা এটাকে ধর্মাচরণের অংশ বিবেচনা করেন। আমাদের দেশের বিচারে এসব গালগল্প মনে হয়। কিন্তু এই গল্পই কি সত্যি হতে পারে না? বর্ষপরিক্রমায় রমজান আসবে, এটা তো নির্ধারিত। ফলে ব্যবসায়ী সমাজ যদি যৌক্তিক সময় হাতে রেখেই চাহিদার পণ্য সংগ্রহ, আমদানি ও সরবরাহের প্রস্তুতি নিয়ে রাখে- তাহলে হঠাৎ সংকটের প্রশ্নই ওঠে না। দাম বাড়ানোর অজুহাতও খাটে না। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থারও এ ব্যাপারে তাগাদা, তদারকি, প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থা নেওয়া উচিত। এ ক্ষেত্রে ভোক্তাদেরও ভূমিকা আছে। সংযম সাধনার মাসে ভোগ্যপণ্যের চাহিদা যথাসম্ভব সীমিত পর্যায়ে রেখে সিয়াম পালন ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। সার্বিকভাবে রোজার বাজার সহনীয় রাখতে সব মহলের সক্রিয় পদক্ষেপ ও প্রচেষ্টা জারি রাখা জরুরি।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
রোজার বাজার
স্বস্তি কামনা সবার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর