ঈদের দিনে রঙিন পোশাক
থাকে সবার গায়
রংবেরঙের নতুন জুতা
পায়ে শোভা পায়।
লুঙ্গি শাড়ি পাঞ্জাবি আর
নতুন কামিজ পরে
ইচ্ছেমতো ঘুরে বেড়ায়
রং ঢং করে।
খোকা খুকি বেশি খুশি
রঙিন জামা গায়ে
পরনে প্যান্ট রঙে রঙিন
নতুন জুতা পায়ে।
ঈদের দিনে রঙিন পোশাক
থাকে সবার গায়
রংবেরঙের নতুন জুতা
পায়ে শোভা পায়।
লুঙ্গি শাড়ি পাঞ্জাবি আর
নতুন কামিজ পরে
ইচ্ছেমতো ঘুরে বেড়ায়
রং ঢং করে।
খোকা খুকি বেশি খুশি
রঙিন জামা গায়ে
পরনে প্যান্ট রঙে রঙিন
নতুন জুতা পায়ে।