সাতের ঘরের নামতা,
শেখা শেষে আলতা,
খাচ্ছে আচার, চালতা,
চাটনি আমের, আমতা।
সাথে আপু কান্তা,
আপুর পায়ে আলতা।
উড়ছে ভোঁভোঁ বোলতা,
আলতার হয় চিন্তা।
দৌড়ে এলো রিনতা,
সে তাড়ালো বোলতা।
ধিনতা ধিনা ধিনতা
আলতার নেই চিন্তা।
মা দিয়েছে নাশতা
রায়তা, নাগেট, পাস্তা,
খাচ্ছে বসে কান্তা,
আলতা আর রিনতা।