সূর্যিমামা রোদ ছড়িয়ে
খেলছে গরম খেলা
মেঘের দলকে শুষে যেন
করছে অবহেলা!
হাঁটতে গেলে রোদের ঢেউয়ে
ভেজে চোখের পাতা
বিচিত্র এই বৈশাখ মাসে
পুড়ছে জীবন খাতা!
বিদ্যুৎবিহীন ভরদুপুরে
প্রাণ বাঁচানো দায়
শিশু-কিশোর যুবক বৃদ্ধ
ডাকছে বৃষ্টি আয়!
আম কাঁঠাল আর লিচু গাছের
কাঁচা কাঁচা ফল
আকাশ পানে চেয়ে যেন
চাইছে বৃষ্টিজল!
খেতখামারে সোনার ফসল
খরায় পুড়ে শেষ!
ঝড় বৃষ্টি আর বৃষ্টি ছাড়া
অসহায় এই দেশ!